করোনা ভাইরাসের টিকা নিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে রবিবার (১৪ ফেব্রুয়ারি) প্রথম কর্মদিবসেই সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি টিকা নেন।
রবিবার (১৪ ফেব্রুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
টিকা নেয়া শেষে জেনারেল আজিজ সকলকে কোন প্রকার গুজবে কান না দিয়ে করোনার টিকা নেওয়ার আহ্বান জানান।
এছাড়া সেনাবাহিনীর সদস্যদের টিকা নেয়ার সুব্যবস্থা করায় প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ জ্ঞাপন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন জেনারেল আজিজ আহমেদ।
More Stories
যদি আমরা ঐক্যবদ্ধ না হই, তাহলে সুশাসন পাওয়া অসম্ভব :ড. কামাল
যেসব কারণে মিষ্টি আলু খাবেন
গণতন্ত্রে সমালোচনা সহ্য করতে হবে: রিজভী