সৌদি আরবের মদিনার আল খলিল এলাকায় একটি সোফার কারখানায় অগ্নিকাণ্ডে ছয় বাংলাদেশিসহ সাতজনের মৃত্যু হয়েছে।
বুধবার (১০ ফেব্রুয়ারি) এ অগ্নিকাণ্ড ঘটে বলে জানিয়েছেন সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট মো. মহসীন হোসেন।
তিনি আরও জানিয়েছেন, ভোরে সোফার কারখানায় আগুন লাগে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও জানা যায়নি।
নিহতদের লাশ মদিনার কিং ফাহাদ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহত বাংলাদেশিদের মধ্যে একই পরিবারের দুই সদস্য আছেন।
নিহত বাংলাদেশিদের পরিচয় জানতে পেরেছে জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কার্যালয়। তারা হলেন—চট্টগ্রামের লোহাগাড়ার সাম্বিরপাড়া এলাকার সুলতান আহামেদের ছেলে মিজানুর রহমান ও মো. আরাফাত হোসেন মানিক, কক্সবাজারের মহেশখালীর ঘাতিভাঙ্গা এলাকার জালাল আহমেদের ছেলে ইসহাক মিয়া, একই এলাকার কবির আহমেদের ছেলে আবদুল আযিয ও আবু গফুরের ছেলে মো. রফিক উদ্দিন।
কনস্যুলেট জেনারেল কার্যালয়ের কাউন্সেলর (শ্রম) মো. আমিনুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, অগ্নিকাণ্ডে নিহত আরেকজনের পরিচয় জানার চেষ্টা চলছে। মদিনায় অবস্থানরত কনস্যুলেট প্রতিনিধি ঘটনাস্থল ও থানা পরিদর্শন করেছেন।
নিহত ব্যক্তিদের পরিবার মৃত্যুজনিত ক্ষতিপূরণ (ওয়ার্কম্যান কম্পেনসেশন) পাবেন কি না, তা খতিয়ে দেখছে কনস্যুলেট।
More Stories
জনগণের জন্য বিএনপির কৃত্রিম দরদ : সেতুমন্ত্রী
উপাচার্য কলিমুল্লাহর বক্তব্য অসত্য : শিক্ষা মন্ত্রণালয়
বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত এইচ টি ইমাম