Sunday February28,2021

সানি লিওনের বিরুদ্ধে ২৯ লক্ষ টাকা আর্থিক কারচুপির অভিযোগ উঠেছে। এ নিয়ে গত সপ্তাহেই ভারতের তিরুবনন্তপুরমে বলিউড অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে অবস্থা বেগতিক দেখে গ্রেফতারির ভয়ে গত মঙ্গলবারই আগাম জামিনের আবেদন করেন সানি। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

সেই আবেদনের শুনানিতে আজ বুধবার কেরালা হাইকোর্ট পুলিশকে এখনই সানি লিওনেকে গ্রেফতার করা যাবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে, ধারা অনুযায়ী সানিকে নোটিস না দেওয়া পর্যন্ত গ্রেফতারি আদেশ স্থগিত থাকবে।

এর আগে, মঙ্গলবার সানি লিওনসহ তার স্বামী ড্যানিয়েল ওয়েবার ও করণজিৎ বোরা উচ্চ আদালতে অন্তর্বতীকালীন জামিনের আবেদন জানান, সেই প্রেক্ষিতেই বুধবার বিচারপতি অশোক মেনন তাদের আবেদন মঞ্জুর করে বলিউড অভিনেত্রীর গ্রেফতারিতে স্থগিতাদেশ দেন।