করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ২২৯ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ৩৮৭ জন। মোট শনাক্ত ৫ লাখ ৩৮ হাজার ৭৬৫ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ৬৪২ জন এবং এখন পর্যন্ত ৪ লাখ ৮৪ হাজার ৫৭৩ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ মঙ্গলবার (৯ ফেব্রয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরো জানানো হয়, ২০৬টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৫৭৮ টি নমুনা সংগ্রহ এবং ১৪ হাজার ৪৬৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৩৭ লাখ ৭৭ হাজার ২৪২ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২ দশমিক ৬৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৯৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৩ শতাংশ।
More Stories
এপ্রিলেই আসছে মেট্রোরেলের প্রথম কোচ
পরিবর্তনের বাতাস বইছে : রিজভী
ভাসানচরে যুক্ত হলো আরো ১৭৫৯ রোহিঙ্গা