সারাদেশে করোনাভাইরাসের টিকাদান শুরু হয়েছে। করোনাভাইরাসের টিকা নিয়েছেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
আজ মঙ্গলবার (৯ ফেব্রয়ারি) সকালে হুইল চেয়ারে করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে টিকা নিতে আসেন তিনি। মন্ত্রিত্ব ছাড়ার পর আবুল মাল আব্দুল মুহিত ছিলেন লোকচক্ষুর আড়ালে।
টিকা নেওয়ার পর ৮৬ বছর বয়সী মুহিত বলেন, কিছু তো টেরই পাইলাম না। ‘নো ফিলিং অ্যাট অল’। আগে যেসব ইনজেকশন নিতাম, সেগুলোতে যেমন যাতনা হত, তাও হয়নি। এ সময় তিনি করোনাভাইরাস থেকে সুরক্ষা পেতে সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানান। সাবেক এ অর্থমন্ত্রী বলেন, আপনারা সকলে ভ্যাকসিন নেন। এটা আপনার এবং আপনার পরিবারের জন্য প্রয়োজন, সমাজের জন্য প্রয়োজন। ৮৭ বছর বয়স…আমার শেষই হয়ে গেছে জীবন। আমি (টিকা) নিচ্ছি।
এদিন সাবেক অর্থমন্ত্রীর ছোট ভাই এ কে এ মুবিন, এএসএ মুইজ, বোন শাহলা খাতুন, শিপা হাফিজা, নাজিয়া খাতুন, রিও আজিজা, মুবিনের স্ত্রী লুলু মুবিন এবং মুহিতের পুত্রবধূ মানতাশা আহমেদও টিকা নিয়েছেন। মুহিত বলেন, করোনাভাইরাস সংক্রমণ শুরুর পর গত মার্চ মাস থেকে বাসায় ছিলেন তিনি। মঙ্গলবার টিকা নেওয়ার জন্য বাসার বাইরে এসেছেন।
এর আগে ৭ ফেব্রুয়ারি সারাদেশে টিকাদান শুরু হয়। ওইদিন টিকা নিয়েছিলেন ৩১ হাজার ১৬০ জন। সোমবার সারাদেশে ৪৬ হাজার ৫০৯ জন টিকা নিয়েছেন।
More Stories
এপ্রিলেই আসছে মেট্রোরেলের প্রথম কোচ
পরিবর্তনের বাতাস বইছে : রিজভী
ভাসানচরে যুক্ত হলো আরো ১৭৫৯ রোহিঙ্গা