মিয়ানমারে সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত ন্যাশলাল লিগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি) নেত্রী অং সান সু চির দুই বছরের কারাদণ্ড হতে পারে। তার বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক মামলার মধ্যে একটি; অবৈধভাবে আমদানি করা ওয়াকিটকি নিজের কাছে রাখা। এই মামলায় তাকে দুবছরের সাজা খাটতে হতে পারে।
গতকাল বুধবার দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এদিকে আমদানি ও রপ্তানি আইন লঙ্ঘনের অভিযোগে সু চি’র বিরুদ্ধে করা মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। মামলায় অভিযোগ প্রমাণিত হলে তার দুই বছর কারাদণ্ড হতে পারে বলে জানানো হয় প্রতিবেদনে।
মামলার নথি থেকে জানা গেছে, রাজধানী নেপিদুতে সু চি’র বাড়িতে তল্লাশি চালানোর সময় ওয়াকিটকি পাওয়া যায়। এগুলো অনুমোদনহীন ও অবৈধভাবে আমদানি করা হয়েছে। সু চি’র দেহরক্ষীরা এগুলো আমদানি করেছিল। অভিযোগ প্রমাণিত হলে সু চি’র দুই বছরের কারাদণ্ড হতে পারে বলে তার দলের সদস্যরাই জানিয়েছেন।
এদিকে, দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট উইন মিন্টের বিরুদ্ধে করোনার বিধিনিষেধ লঙ্ঘন করে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগ এনেছে সেনাবাহিনী।
More Stories
মুশতাকের স্বাভাবিক মৃত্যু হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
ক্ষমতার ৩ বছরের মাথায় এই প্রথম কঠিন পরীক্ষার মুখে ইমরান সরকার
২৪ ঘণ্টায় করোনায় আরও ৭ জনের মৃত্যু, শনাক্ত ৬১৯