Saturday March6,2021

মহামারি করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৮ হাজার ৮৭ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ৫০৯ জন। মোট শনাক্ত ৫ লাখ ৩৩ হাজার ৯৫৩ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ৫০৯ জন এবং এখন পর্যন্ত ৪ লাখ ৭৮ হাজার ৫৪৬ জন সুস্থ হয়ে উঠেছেন।

আজ বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরো জানানো হয়, ২০৪টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৬৩৩ টি নমুনা সংগ্রহ এবং ১৪ হাজার ৮৩০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৩৬লাখ ১৫ হাজার ৩৩৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩ দশমিক ৪৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৬২ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫১ শতাংশ।