ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় খালিদ (৫৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) টেলিফোন অপারেটর ইনচার্জ ছিলেন।
বুধবার (২০ জানুয়ারি) বিকেলে রাজধানীর টিকাটুলি এলাকায় হানিফ ফ্লাইওভারের পাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় পথচারীরা তাকে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গেন্ডারিয়া থানা পুলিশ সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
বাসসের সাংবাদিক মহসিন জানান, ডেমরার বাসা থেকে মোটরসাইকেলে করে অফিসে যাচ্ছিলেন খালিদ। হানিফ ফ্লাইওভারের পাশের সড়কে ডিএসসিসির একটি ময়লার গাড়ি খালিদকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পথচারীরা তাকে সালাউদ্দিন হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত খালিদের দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।
More Stories
মমতার প্রতিপক্ষ সাবেক মন্ত্রী শুভেন্দু
বাধা দিলে বিকল্প পথ খুঁজবে বিএনপি
কারাগার থেকে হত্যা মামলার আসামি উধাও