Tuesday January26,2021

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ঘটে। এরপর দেশটি কঠোরভাবেই করোনা নিয়ন্ত্রণে সক্ষম হয়। কিন্তু সম্প্রতি করোনার বিস্তার বেড়ে যাওয়ায় স্থানীয়ভাবে লকডাউনসহ ভ্রমণ নিষেধাজ্ঞার মতো কঠোর পদক্ষেপ নিচ্ছে।

এদিকে সংক্রমণ কমে আসার প্রায় আট মাস পর চীনে করোনাভাইরাসে আবারও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন এ তথ্য জানিয়েছে। মৃত ব্যক্তি হুবেই প্রদেশের অধিবাসী।

সংক্রমণ বাড়তে থাকায় বুধবার চীনের হেইলংজিজিয়াং প্রদেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে। প্রদেশটিতে তিন কোটি ৭০ লাখের বেশি লোক বাস করেন। এছাড়া রাজধানী বেইজিংকে ঘিরে থাকা হুবেইয়ের বেশ কয়েকটি শহরে লকডাউন আরোপ করা হয়েছে।

খুব জরুরি দরকার না পড়লে প্রদেশ না ছাড়তে এবং সভা-সমাবেশ না করতে জনগণকে বলা হয়েছে। বুধবার প্রদেশটিতে ২৮ জন করোনা রোগী শনাক্ত হওয়ায় কর্তৃপক্ষ এ উদ্যোগ নেয়।

এদিকে বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক পর্যায়ের স্বনামধন্য ১০ বিজ্ঞানীর এ দলটি চীনে পৌঁছায়। সেখানে দুই সপ্তাহ কোয়ারেন্টিনে থাকতে হবে তাদের।