বাংলাদেশের মুক্তিযুদ্ধের রূপকার সিরাজুল আলম খানের ৮০তম জন্মদিন উপলক্ষে আগামীকাল বুধবার ভার্চুয়াল আলোচনা ও স্মৃতিরোমন্থন সভা অনুষ্ঠিত হবে । দেশে-বিদেশে অবস্থানরত সিরাজুল আলম খানের একসময়ের রাজনৈতিক সহকর্মীরা এই আলোচনায় অংশ নেবেন । লন্ডনে বসবাসরত ব্যারিস্টার ফারাহ খানের সঞ্চালনায় এই আলোচনায় বাংলাদেশ থেকে অংশ নেবেন গণস্বাস্থ্যের ট্রাস্টি ডাঃ জাফরউল্লাহ্ চৌধুরী , লেখক সাংবাদিক শামসুদ্দিন পেয়ারা জেএসডির সভাপতি আসম আব্দুর রব, বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরল আম্বিয়া, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না , গণফোরামের নেতা বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মহসিন মণ্টূ, সিরাজুল আলম খানের কনিষ্ঠ ভ্রাতা ফেরদৌস আলম খান পেয়ারু । লন্ডন থেকে মুক্তিযোদ্ধা আতম গিয়াসউদ্দিন খিজির , মুক্তিযোদ্ধা এবং বেতার বাংলার প্রধান নির্বাহী নাজিম চৌধুরী , আমেরিকা থেকে মুক্তিযোদ্ধা এবং সাবেক ছাত্রনেতা কামাল সাঈদ মোহন , জার্মানি থেকে শুদ্ধস্বর ডটকমের প্রধান সম্পাদক হাবিব বাবুল এই আলোচনায় অংশ নেবেন ।
লন্ডন সময় বিকেল তিনটা এবং বাংলাদেশ সময় রাত নয়টায় জুম এ এই অনুষ্ঠান লাইভ প্রচারিত হবে বলে জানিয়েছেন অনুষ্ঠানের উদ্যোক্তা এবং সঞ্চালক ব্যারিস্টার ফারাহ খান ।
শুদ্ধস্বর/বিএস
More Stories
‘মমতা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফুফু ও রোহিঙ্গাদের খালা হন’
রমজানেও চলবে ক্লাস, পরীক্ষায় সংক্ষিপ্ত সিলেবাস
কারওয়ান বাজারের ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট