আওয়ামী লীগের দুই নেতার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভি। আসামিরা হলেন—নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা ও প্রদীপ দাস।
সোমবার (৪ জানুয়ারি) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেনের আদালতে মামলাটি দায়ের করা হয়। আসামিদের বিরুদ্ধে ফেসবুকে মানহানিকর বক্তব্য প্রকাশের অভিযোগ আনা হয়েছে।
আদালত বাদীর জবানবন্দি গ্রহণ শেষে অভিযোগের বিষয়ে তদন্ত করে সিআইডিকে আগামী ৮ ফেব্রুয়ারি প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
More Stories
কারাগারের চারতলা ভবন থেকে লাফিয়ে পালিয়েছেন রুবেল
তিন জেলাসহ ২ বিভাগে বৃষ্টির আভাস
নারায়ণগঞ্জে গ্যাস লাইনে বিস্ফোরণ, একই পরিবারের ৬ জন দগ্ধ