এরশাদের জাতীয় পার্টি লাইফ সাপোর্টে চলে গেছে বলে মন্তব্য করেছেন বিদিশা এরশাদ। তিনি পার্টির দুর্গ বলে খ্যাত রংপুরে প্রতিষ্ঠাবার্ষিকী দায়সারা আয়োজন নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার (১ জানুয়ারি) রংপুরের পল্লী নিবাসে পার্টির সাবেক চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সমাধিতে পুস্পার্ঘ অর্পণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
আগামীতে তিনি এরিক এরশাদকে নিয়ে জাতীয় পার্টির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দকে এক করতে সারাদেশে ভ্রমণের কথাও জানান।
এ সময় উপস্থিত ছিলেন, এরশাদের ছেলে এরিক এরশাদ ও হুসাইন মুহম্মদ এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য কাজী মামুনুর রশীদ।
More Stories
সু চির দলের ২ মুসলিম সদস্যকে আটকাবস্থায় নির্যাতন করে হত্যা
মিনুকে জাতির সামনে ক্ষমা চাইতে হবে : নানক
নারী-পুরুষ সবাইকে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির