Tuesday March9,2021

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালিত অটোরিকশার ৩ আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন।

রোববার (২০ ডিসেম্বর) রাত পৌনে ৯টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের বেলতলী এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন।

তিনি বলেন, সিএনজি চালিত অটোরিকশাটি ময়মনসিংহ থেকে নেত্রকোনার দিকে যাচ্ছিল। পথিমধ্যে বেলতলী এলাকায় বালু বোঝাই একটি ট্রাক সেটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। তাদের বয়স ২৫ থেকে ৩৫ এর মধ্যে। নিহতরা সবাই পুরুষ।

ওসি আরও বলেন, গুরুতর অবস্থায় এক নারী ও এক পুরুষকে স্থানীয় লোকজন এবং শ্যামগঞ্জ হাইওয়ে ফাঁড়ির পুলিশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।