বাংলাদেশ প্রথম দফায় তিন কোটি করোনা ভাইরাসের ভ্যাকসিন পাবে এবং মে-জুন মাসের মধ্যে আরও ছয় কোটি ডোজ ভ্যাকসিন দেশে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
সোমবার (২১ ডিসেম্বর) দুপুরে মন্ত্রিসভার বৈঠকে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
মন্ত্রী বলেন, মোট সাড়ে চার কোটি মানুষের জন্য নয় কোটি ভ্যাকসিন আসবে। পর্যায়ক্রমে এসব ভ্যাকসিন দেওয়া হবে। বরাবরের মতো স্বাস্থ্যকর্মী, বয়স্ক এবং শিশুরা ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন বলে জানান মন্ত্রী।
জানুয়ারি শেষে বা ফেব্রুয়ারির শুরুতে করোনা ভ্যাকসিন পাওয়া যেতে পারে বলেও মন্ত্রিসভাকে অবহিত করেছেন স্বাস্থ্যমন্ত্রী। এদিকে করোনার দ্বিতীয় ঢেউ সারাবিশ্বেই জোরালো হওয়ায় সামাজিক দূরত্ব বজায় রাখা ও মাস্ক পরা নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। এ সময় মানুষকে সচেতন করতে স্থানীয় সরকার ও প্রশাসনকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন তিনি।
More Stories
বিভীষিকাময় দিনটি হোক চেতনার বাতিঘর সেলিম-দেলোয়ার স্মরণ
‘মমতা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফুফু ও রোহিঙ্গাদের খালা হন’
রমজানেও চলবে ক্লাস, পরীক্ষায় সংক্ষিপ্ত সিলেবাস