১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় হানাদারমুক্ত পটুয়াখালীতে প্রথম জাতীয় পতাকা উত্তোলনকারী বীর মুক্তিযোদ্ধা আলতাফ হায়দার আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) রাত পৌনে ১০টায় মির্জাগঞ্জ উপজেলার দেউলি গ্রামে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান।
মৃত্যুকালে আলতাফ হায়দার ৬ মেয়ে, ২ ছেলে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার বাদ জোহর নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।
১৯৭১ সালের ৮ ডিসেম্বর পটুয়াখালী শহরকে পাক হানাদারমুক্ত করে শহরের শহীদ আলাউদ্দিন শিশু পার্কে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন আলতাফ হায়দার। সাহসিকতার সাথে যুদ্ধে নেতৃত্ব দিয়ে সেক্টর কমান্ডারের কাছ থেকে তিনি ‘হায়দার’ উপাধি লাখ করেছিলেন।
More Stories
করোনায় একদিনে দেশে রেকর্ড মৃত্যু ৮৩
পণ্যবাহী পরিবহন যেন যাত্রীবাহীতে রূপ না নেয় : কাদের
খালেদার চিকিৎসা কোথায় হবে ঠিক করবেন ডা. জোবাইদা