রাজধানীর চকবাজারের উর্দুরোডে একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ৪টার দিকে চার তলা ‘নোয়াখালী ভবনে’র ওই প্লাস্টিক কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
অগ্নিকাণ্ডের খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার কামরুল হাসান।
চারতলা ভবনটিতে প্লাস্টিক কারখানা থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে ফায়ার সার্ভিস জানায়।
More Stories
বিভীষিকাময় দিনটি হোক চেতনার বাতিঘর সেলিম-দেলোয়ার স্মরণ
‘মমতা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফুফু ও রোহিঙ্গাদের খালা হন’
রমজানেও চলবে ক্লাস, পরীক্ষায় সংক্ষিপ্ত সিলেবাস