সাতক্ষীরার ভোমরায় পাথরের ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক ও আরোহী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরেক আরোহী। আহতকে আশঙ্কাজনক অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (০৯ ডিসেম্বর) বিকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মোটরসাইকেল ড্রাইভার কবির হোসেন (৩৫) ও আরোহী সাধন কুমার সেন (৪৫)।
সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহউদ্দিন জানান, মোটরসাইকেল ড্রাইভার কবির হোসেন যশোর নওয়াপাড়ার দুই ব্যবসায়ী সাধন ও চৈতন্য দত্তকে নিয়ে ভোমরা বন্দরের দিক থেকে সাতক্ষীরার দিকে যাচ্ছিলেন। হঠাৎ বিপরীত দিক থেকে আসা পাথরের ট্রাক তাদেরকে চাপা দিলে মোটরসাইকেল ড্রাইভার কবির হোসেন (৩৫) ও আরোহী সাধন কুমার সেন (৪৫) ঘটনাস্থলে মারা যান।
আরোহী চৈতন্য দত্তকে আশঙ্কাজনক অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক ট্রাকের ড্রাইভার তাৎক্ষণিক পালিয়ে গেলেও ট্রাকটি আটক করেছে পুলিশ।
সাতক্ষীরা সদর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঘটনাস্থল থেকে নিহতদের নিয়ে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেছে।
More Stories
২৫ ও ২৬ মার্চ জিয়া হত্যাকাণ্ড চালান: প্রধানমন্ত্রী
কেন আমাদের এখনও আন্তর্জাতিক নারী দিবস দরকার!
প্রজন্ম হোক সমতার সকল নারীর অধিকার