Tuesday March9,2021

যারা ভাস্কর্য ভেঙেছে তাদের রাষ্ট্রদোহের মামলার অধীনে আনা যায় কিনা সে বিষয়ে বিবেচনা করতে জ্যেষ্ঠ আইনজীবীদের প্রতি অনুরোধ জানিয়েছেন যুবলীগের আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

আজ রবিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সামনে সাধারণ আইনজীবীদের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে তিনি এ অনুরোধ জানান।

সুমন বলেন, আমার মনে হইতেছে যারা মূর্তি আর ভাস্কর্যের বিতর্ক শুরু করেছে, রাজাকার, আলবদর, আল শামস, যুদ্ধাপরাধীদের আত্মা ভর করছে এদের ওপরে। এদের ফান্ড কোথা থেকে আসে, তারা কোথা থেকে টাকা পাইতেছে?

করোনাকালীন সময়ে এমনিতেই তো ওয়াজ হয় না। এরা ফান্ড কোথা থেকে পাচ্ছে? আমি সরকারের কাছে দাবি জানাব, যারা এই ভাস্কর্য ভাঙচুর করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি তো দিতেই হবে বলেও তিনি দাবি জানান।