Monday March8,2021

কক্সবাজারের পর্যটন স্পট হিমছড়ির পাহাড়ে উঠতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে আলিফ (১২) নামে এক পর্যটক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে ঘটনাটি ঘটে।

নিহত কিশাের ঢাকার গাজীপুরের মু. শহিদুল ইসলামের ছেলে।

সঙ্গে থাকা চাচাতাে ভাই মােহাম্মদ জিয়া জানান, ৫ দিন আগে তারা ২৪ জন একসঙ্গে কক্সবাজার বেড়াতে আসে। আজ ঢাকা ফেরার কথা ছিল। যাওয়ার আগে হিমছড়ি পাহাড়ে ওঠছিল আলিফ। ওঠার পথে হঠাৎ করে সিঁড়ি থেকে পড়ে বেহুশ হয়ে যায় আলিফ ।

মুমূর্ষু অবস্থা উদ্ধার করে সদর হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘােষণা করে।