করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে নায়করাজ রাজ্জাকের পরিবার। রাজ্জাকের স্ত্রী খায়রুন্নেছা লক্ষ্মী বাদে বাপ্পারাজ, সম্রাট ও তাদের স্ত্রী-সন্তানেরা করোনায় আক্রান্ত হয়েছেন। সবাই এখন বাসায় আইসোলেশনে রয়েছেন।এ তথ্য নিশ্চিত করেছেন সম্রাট।
সম্রাট বলেন, প্রথমে আমার স্ত্রী শরীরে প্রচন্ড ব্যথা অনুভব করে। পরে তার কোভিড-১৯ পরীক্ষার পর ফল পজিটিভ আসে। এরপর আমার বড় মেয়ের জ্বর আসে। ওর পরীক্ষার ফলও পজিটিভ আসে। পরে আমার শরীরটাও খারাপ হয়ে পড়ে। তারপর বাসার সবার কোভিড-১৯ পরীক্ষা করানো হয়। গতকাল (২৩ নভেম্বর) ভাই-ভাবিসহ (বাপ্পারাজ ও তার স্ত্রী) সবার ফল পজিটিভ আসে। আমাদের গৃহপরিচারিকাও করোনায় আক্রান্ত।
আপাতত নায়ক রাজের স্ত্রী খায়রুন্নেছা লক্ষ্মী ক্যান্টনমেন্টে তার মেয়ের বাসায় অবস্থান করছেন। বিষয়টি উল্লেখ করে সম্রাট বলেন, আল্লাহর অশেষ রহমতে এখন সুস্থ আছি। মা এখন বোনের বাসায় আছেন। আমাদের বাসা লক করে দেওয়া হয়েছে। আমাদের সুস্থতার জন্য সবাই দোয়া করবেন।
More Stories
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম আর নেই
মঙ্গলগ্রহের তাপমাত্রা মাইনাস ৬০ ডিগ্রি সেন্টিগ্রেড
বিএনপি ভেবে আ’লীগ কর্মীদের লাঠিচার্জ, ২ এসআই প্রত্যাহার