দেশের বিভিন্ন অঞ্চলে সাম্প্রতিক সময়ে চলমান ধর্ষণ ও যৌন নিপীড়নের ঘটনায় জড়িতদের বিচারের মুখোমুখি এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। 

রবিবার (১১ অক্টোবর) দুপুরের আগে থেকেই শাপলা চত্বরে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। এক পর্যায়ে অবরোধের মুখে দুপুরে দেড়টার দিকে শাপলা চত্বর হয়ে সব দিকের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

এ বিষয়ে দুপুরে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন মোল্লা বলেন, ‘ধর্ষকদের বিচারের দাবিতে মতিঝিল আইডিয়াল কলেজ, মতিঝিল বয়েজের একদল শিক্ষার্থী সড়কে নেমে শাপলা চত্বর অবরোধ করে বিক্ষোভ করে। অবরোধ কতক্ষণ চলবে, সেটা বলা যাচ্ছে না।’

শিক্ষার্থীদের ‘ধর্ষণবিরোধী আন্দোলন’ ব্যানারের এই বিক্ষোভে বিভিন্ন শ্রেণিপেশার মানুষকেও যোগ দিতে দেখা যায়।

এসময় শাপলা চত্বর থেকে শিক্ষার্থীরা স্লোগান তোলেন- ‘আমার সোনার বাংলায় ধর্ষকদের ঠাঁই নাই’, ‘জেগেছে রে জেগেছে ছাত্রসমাজ জেগেছে’, ‘ধর্ষকদের বিরুদ্ধে লড়তে হবে একসাথে’, ‘প্রীতিলতার বাংলায় ধর্ষকদের ঠাঁই নাই’।

নোয়াখালীর বেগমগঞ্জে বিবস্ত্র করে নারীর শ্লীলতাহানি, সিলেটের এমসি কলেজে তুলে নিয়ে নববধূকে ধর্ষণসহ সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া নারীর ওপর ধর্ষণ-গণধর্ষণ ও যৌন নির্যাতনের প্রতিবাদে গত কয়েক সপ্তাহ ধরে দেশজুড়ে বিক্ষোভ চলছে।

ইতোমধ্যে আন্দোলনকারী বিভিন্ন ছাত্র ও অধিকার সংগঠনের দাবির প্রেক্ষিতে সরকার ধর্ষণের সর্বোচ্চ শাস্তি বাড়িয়ে ‘মৃত্যুদণ্ড’ করার উদ্যোগ নিয়েছে।

আগামীকাল সোমবার মন্ত্রিসভার বৈঠকে আইন সংশোধনের ওই প্রস্তাবটি পেশ করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from শুদ্ধস্বর ডটকম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading