দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের বাবা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখকে (৬৫) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে।
রবিবার সকাল ৯টার দিকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে তাকে সড়কপথে অ্যাম্বুলেন্সে করে ঢাকার জাতীয় নিউরোসায়েন্সেস হাসপাতালে আনা হয়।
শনিবার রাত ১০টার দিকে তাকে নিয়ে রংপুর থেকে রওয়ানা দেয় অ্যাম্বুলেন্সে। জেলা প্রশাসনের সহযোগিতায় চিকিৎসকের পরামর্শে ওমর আলী শেখকে ঢাকায় নেওয়া হল।
বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজের পরিচালক ডা. ফরিদ উদ্দিন চৌধুরী।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, ইউএনও ওয়াহিদা খানমের বাবা ওমর আলী শেখের শরীরের একাংশ অকার্যকর হওয়ায় চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। তাই তাকে ঢাকায় জাতীয় নিউরোসায়েন্সেস হাসপাতালে পাঠানো হয়।
প্রসঙ্গত, গত বুধবার দিবাগত রাত ৩টার দিকে দুর্বৃত্তরা ঘোড়াঘাট উপজেলা পরিষদ চত্বরে ইউএনও ওয়াহিদা খানমের সরকারি বাসভবনে প্রবেশ করে দুর্বৃত্তরা। তারা ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী শেখকে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে আঘাত করে গুরুতর জখম করে।
More Stories
বনানীতে বিএনপির মশাল মিছিলে পুলিশের হামলা
৩০ পৌরসভায় ভোটগ্রহণ রবিবার
কুমিল্লায় পৃথক দুর্ঘটনায় হেলপারসহ দুইজন নিহত