Wednesday January20,2021

ময়মনসিংহের কেওয়াটখালী পাওয়ার গ্রিডে আবারও আগুন লেগেছে। এতে জেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস।

ময়মনসিংহ বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল ইসলাম এ তথ‌্য নিশ্চিত করেছেন।

এর আগে, গত ৮ সেপ্টেম্বর দুপুর দেড়টার দিকে কেওয়াটখালী পাওয়ার গ্রিডে আগুন লাগে। এতে পুরো বিভাগে (নেত্রকোণা-শেরপুর-জামালপুর-ময়মনসিংহ) বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পরে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।