ঢাকা-৫ আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হচ্ছেন দলের প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ। আর কেউ এই আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন ফরমে নেননি। তাই লাঙল প্রতীক নিয়ে ঢাকা-৫ আসনের উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আসুদ।
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেন, আগামী ১২ সেপ্টেম্বর সাক্ষাৎকার নেবো। দলের পার্লামেন্টারি বোর্ডের সঙ্গে আলোচনা করে যোগ্য প্রার্থী ঘোষণা করা হবে।
তিনি বলেন, জয়-পরাজয় যাই হোক আমরা শেষ পর্যন্ত লড়াই করে যাবো।
নির্বাচনে অংশ গ্রহণের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে জাপার প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ বলেন, ‘দল মনোনয়ন দিলে আমি নির্বাচন করবো। নির্বাচন সুষ্ঠু হলে ইনশাআল্লাহ জয়ী হবো।’
ডেমরা, যাত্রাবাড়ী ও আংশিক কদমতলী নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। গত ৬ মে প্রবীণ সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে আসনটি শূন্য হয়। এই আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ হবে ১৭ অক্টোবর।
More Stories
তমার আপত্তিকর ভিডিও প্রকাশের হুমকি সাবেক স্বামীর
যশোরে ট্রাকের ধাক্কায় ২ নারীসহ ৩ জন প্রাণ হারালেন
ফিরেই গোল মেসির, কোয়ার্টার ফাইনালে উঠল বার্সা