Monday January25,2021

ভারতের পশ্চিমবঙ্গে বোমা বিস্ফোরণে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

রোববার সন্ধ্যায় উত্তর ২৪ পরগনার কামারহাতি গোলাঘাট এলাকার একটি বাড়িতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, নিহত দুই ব্যক্তির নাম সাজিদ ও রাজা।

সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখানে চারজনকে আহতাবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে দুজন মারা যান।

গুরুতর আহত অন্য দুজন সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

  • তবে কীভাবে ওই বাড়িতে বিস্ফোরণ হয়েছে তা এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত করছে পুলিশ।