জার্মানির সলিনগেন শহরের ব্যক্তিগত মালিকানার একটি অ্যাপার্টমেন্ট থেকে পাঁচ শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
জার্মান টেলিভিশন আর টি এল জানিয়েছে, এই প্রতিবেদন তৈরির সময় পর্যন্ত তাদের মৃত্যুর কোনো কারণ জানা যায়নি। পুলিশ পুরো বাড়ি ঘিরে রেখেছে।
শহরটির হাসেল্ডেল এলাকা থেকে বৃহস্পতিবার জরুরি ফোন পেয়ে বাড়িটিতে যায় পুলিশ। প্রাথমিকভাবে অপরাধমূলক কর্মকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।
জার্মানির স্থানীয় একটি ওয়েবসাইট জানিয়েছে, পাঁচ শিশুর বয়স এক থেকে আট বছর। এর মধ্যে একজন ছয় বছর বয়সী আরেক জনের বয়স ১১।
ওই প্রতিবেদনের তথ্য অনুযায়ী, তাদের ২৭ বছর বয়সী মা একটি ট্রেন স্টেশনে আত্মহত্যার চেষ্টা করেছেন।
পুলিশের একজন মুখপাত্র শুধু বলেছেন, ‘হত্যাকাণ্ডের মোটিভ নিয়ে এখনো আমরা কিছু বলতে পারছি না। মাকে অবশ্যই জিজ্ঞাসাবাদ করতে হবে।’
ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, আত্মহত্যার চেষ্টা করা ওই মা-কেই খুনি বলে সন্দেহ করা হচ্ছে।
শুদ্ধস্বর/আইপি
More Stories
করোনার মধ্যেও হেফাজতের মামলায় বিএনপিকে হয়রানি করা হচ্ছে: ফখরুল
বলিউডে না থাকলেও ভক্তদের হৃদয়ে টাকিয়া
ভিপি নুরকে রাজনীতি ছাড়ার হুমকির অভিযোগ