Sunday January17,2021

লিওনেল মেসি ৭০ কোটি ইউরোতে বার্সেলোনা ছেড়ে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিতে যেতে রাজি হয়েছেন এবং তার সঙ্গে পাঁচ বছরের চুক্তি হচ্ছে সিটি ফুটবল গ্রুপের।

চুক্তি অনুযায়ী মেসি প্রথম তিন বছর খেলবেন ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির হয়ে এবং পরের দুই বছর খেলবেন সিটি ফুটবল গ্রুপের আরেক ক্লাব নিউইয়র্ক সিটি এফসির হয়ে যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগে।

ব্রিটিশ ক্রীড়া বিষয়ক দৈনিক ‘রেকর্ড স্পোর্টস’ এর বরাত দিয়ে বুধবার এ খবর প্রকাশ করেছে ইএসপিএন ও দ্যা সান।

মেসির সঙ্গে সিটি ফুটবল গ্রুপের রেকর্ড মূল্যের সাতশ মিলিয়ন ইউরোর (৬২৩ মিলিয়ন পাউন্ড) এ চুক্তিটি সম্পন্ন হলে মেসি হতে যাচ্ছেন ফুটবল ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড়।

এ মূল্যকে ঘণ্টা ও দিন হিসেবে ভাগ করলে মেসি ঘণ্টায় পাবেন ১৪ হাজার ২০০ পাউন্ড, দিনে ৩ লাখ ৪১ হাজার পাউন্ড, সপ্তাহে ২৪ লাখ পাউন্ড, এবং মাসে পাবেন ১ কোটি ৪ লাখ পাউন্ড।