Monday January25,2021

খুলনা মহানগরীর খালিশপুর মুজগুন্নী এলাকা থেকে বিএনপি নেতা এম এ ছালেকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে মুজগুন্নী মেলার মাঠ এলাকার নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন খালিশপুর থানার অফিসার ইনচার্জ মো. সাব্বিরুল আলম।

তিনি জানান, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে রাত সাড়ে ৮ টার দিকে নিজ ঘরের ফ্যানের সাথে গামছা প্যাচানো অবস্থায়
এম এ ছালেকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এ বিষয়ে খালিশপুর থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিসি (নর্থ) সোনালী সেন জানান, স্ত্রী’র সাথে ঝগড়ার জের ধরে সালেক গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে তারা প্রাথমিকভাবে জানতে পেরেছেন।

মহানগরীর ৯নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবু বলেন, সালেক খালিশপুর থানা বিএনপির
সাবেক সহ-দপ্তর সম্পাদক ও খুলনা মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ছিলেন।