আজ শনিবার (২৯ আগস্ট) থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। নদীতে তীব্র স্রোত ও পদ্মা সেতুর নিরাপত্তাজনিত কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়।
আজ ঢাকা থেকে টুঙ্গিপাড়া যাওয়ার সময় এই নির্দেশনা দেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। নৌপরিবহন মন্ত্রণালয়ে তথ্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করে জানান, নদীতে তীব্র স্রোত ও পদ্মা সেতুর নিরাপত্তা নিশ্চিত করতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার নৌ চলাচল শুরু হবে।
More Stories
সিরাজগঞ্জে বিএনপি সমর্থিত বিজয়ী কাউন্সিলরকে কুপিয়ে হত্যা
করোনা নিয়ন্ত্রণে বাংলাদেশের সুনাম বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী
যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি কৃষি জমির মালিক বিল গেটস