চিকিৎসা নিতে এসে তিন কারারক্ষীর চোখ ফাঁকি দিয়ে পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতাল থেকে পালালো মিন্টু মিয়া নামে এক কয়েদি।
টাঙ্গাইল জেলা কারাগার থেকে চিকিৎসার জন্য ঢাকায় আনার পর শুক্রবার রাতে হাসপাতালে ভর্তি করা হয়। পরে শনিবার ভোরে পালিয়ে যায় ওই কয়েদি।
কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের জেলার মাহাবুবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মিন্টু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলার আসামি। টাঙ্গাইল জেলা কারাগার থেকে চিকিৎসার জন্য ঢাকায় এনে প্রথমে তাকে কেরানীগঞ্জ কারাগারে রাখা হয়। পরে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করলে শনিবার ভোরে পালিয়ে যায়। তবে তিনজন কারারক্ষী থাকার পরও কিভাবে পালালো তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান এই কারা কর্মকর্তা।
সম্প্রতি কাশিমপুর কারাগার থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামি পালিয়ে যায়। শনিবার (২৯ আগস্ট) পর্যন্ত তাকেও আটক করা সম্ভব হয়নি।
More Stories
সবাইকে টিকা দিয়ে তারপর আমি নেবো: প্রধানমন্ত্রী
সে আমার ছোটবোন, বড় আদরের ছোটবোন ………..
নির্ধারিত সময় এলেই টিকা নেব : অর্থমন্ত্রী