ভারতীয় অর্থনীতিবিদ ও দার্শনিক অমর্ত্য সেন জার্মান বই বাণিজ্যের শান্তি পুরস্কার লাভ করেন। ফ্রাঙ্কফুর্টের জার্মান বুক ট্রেডের স্টক এক্সচেঞ্জ অ্যাসোসিয়েশন এই ঘোষণা করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, “অমর্ত্য সেনের সাথে, আমরা একজন দার্শনিককে সম্মান করি, যিনি একজন চিন্তার নেতা হিসেবে দশকের পর দশক ধরে বৈশ্বিক ন্যায়বিচারের প্রশ্নের মোকাবেলা করছেন। তার কাজ সামাজিক বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ে অবদান রাখে এবং এখন আগের চেয়ে অনেক বেশি প্রাসঙ্গিক।
প্রদর্শন

সেন ১৯৩৩ সালে শান্তিনিকেতনে (পশ্চিমবঙ্গ) জন্মগ্রহণ করেন এবং বর্তমানে কেমব্রিজে (ম্যাসাচুসেটস/মার্কিন যুক্তরাষ্ট্র) বাস করেন। ১৯৯৮ সালে তিনি অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন। স্টক এক্সচেঞ্জ অ্যাসোসিয়েশনের প্রধান এবং ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কারিন স্মিডট-ফ্রিডেরিক্স বলেন, “সেনের অন্যতম গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে “শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধির মাধ্যমে নয়, উন্নয়নের সুযোগের মাধ্যমেসামাজিক সমৃদ্ধি পরিমাপ করা।” “তার অনুপ্রেরণামূলক কাজ হচ্ছে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের একটি সংস্কৃতি তুলে ধরার আহ্বান যা অন্যদের দায়িত্বের উপর ভিত্তি করে এবং কাউকে অংশগ্রহণ এবং আত্মসংকল্পের অধিকার অস্বীকার করে না।”

জার্মান বই বাণিজ্যের শান্তি পুরস্কার ২৫,০০০ ইউরো প্রদান করা হয় এবং অক্টোবরে সেন্ট পলস চার্চের ফ্রাঙ্কফুর্ট বইমেলায় পুরস্কৃত করা হবে। 1950 সাল থেকে, জার্মান বই বাণিজ্য স্টক এক্সচেঞ্জ এসোসিয়েশন বইয়ের দোকান এবং প্রকাশকদের পেশাদারী সংস্থার সাথে একত্রে পুরস্কার প্রদান করে আসছে।

জার্মান বই বাণিজ্যের শান্তি পুরস্কারের সংবিধানে বলা হয়েছে: “ফাউন্ডেশন শান্তি, মানবতা এবং জনগণের উপলব্ধি কে সেবা করে।” কলা, সাহিত্য এবং বিজ্ঞানের ব্যক্তিত্বদের সম্মানিত করা যেতে পারে। গত বছর একজন ফটোগ্রাফারকে প্রথমবারের মত পুরস্কৃত করেন সেবাস্টিয়ান সালগাদো। সুত্র, SZ/dpa

শুদ্ধস্বর/আইপি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from শুদ্ধস্বর ডটকম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading