নারায়নগঞ্জে  খোকন সাহার পরিবারে স্ত্রী, ১৩ ও ১১ বছরের ২ মেয়ে আছে, পরিবার ও স্বজনদের কেউ শমশানে যাননি, মৃতদেহে মুখাগনি দেবার কেউ ছিল না, পরিবারের অনুরোধে খোরশেদ মুখে আগুন দেন ও সৎকার করেন!

এমন সুন্দর, এত গভীরে ছুঁয়ে যাওয়া মানবিক গল্প জন্মের পর আমি শুনিনি ! করোনা অনেককে গভীর সংকটে ঠেলে দিলেও খোরশেদের মতো ৩ বারের নির্বাচিত কাউন্সিলরের হাতে তুলে দিয়েছে, জনসেবার, মানুষের মনের মনিকোঠায়, পাকা পোক্ত করে ঢুকে যাবার অনন্য সুযোগ !

তাঁর এ গলপ, দেশের সীমা অতিক্রম করে, কাল সমগ্র বিশ্বে ঘুরে বেরিয়েছে! শেয়ার হয়েছে বিস্তর, ভাইরাল হয়েছে! প্রতিবেশীর নিষটুরতায় মানুষ বিমর্ষ যতোটা হয়েছে, ততোটাই গর্ব করেছে, খোরশেদকে নিয়ে ! রাজনীতির মাঠে এমন দরদী, ভালবাসার এমন সুন্দর মানুষের ভীষন খরা ! খোরশেদের মতো মানুষ বেঁচে থাকবার, যুদ্ধ করবার রসদ যোগায়! খোরশেদ- রা মুখে কথার খই না ফুটিয়ে, করোনার ভয়ে ঘরে ঢুকে না গিয়ে, ঝুঁকি নিয়ে, নীরবে কাজ করে যান!

সেই কাজের বিবরন পড়ে গতকাল কেউ কেঁদেছেন, কেউ ঈশ্বরের কাছে দুহাত তুলে প্রার্থনা করেছেন !

এমন মানুষের ঈর্ষনীয় কাজে হিংসায় জলে পুডে ছাই হবে বীর বাঙালী, খোরশেদের বেলায়ও সে চেষ্টা শুরু হয়ে গেছে, ফেসবুক হ্যাক করার চেষটা হয়েছে, থামিয়ে দিতে সক্রিয় কেউ কেউ !

রাত থেকেই মানুষটির সঙ্গে কথা বলার ইচ্ছে, সকালে ফোন দিতেই তিনি এমন আনতরিক, যেন বহু দিনের আলাপ আমাদের ! তাঁকে বলছিলাম, আপনার পেছনে কিন্তু লোক লেগে যাবে! চোখ কান খোলা রাখবেন! তিনি হেসে বললেন, ‘ওসব জানি! অলরেডি টি কটিকি লেগে গেছে ! আফসোস লাগে, চায়ের দোকানে বসে আড্ডা দিতে পারে, কিনতু প্রতিবেশী মরে পডে থাকলেও মানুষ যায় না, কী বলব বলেন’ ?

মানুষের স্বার্থপরতা নিয়ে নতুন করে কী বলব, এই ভোগের সমাজ, এই নিষটুর সমাজ তো আমরাই বানিয়েছি ! হঠাৎ করে , কী করে তা বদলাবে?

হঠাৎ করে এ সমাজ হয়তো বদলানো যাবে না, কিন্তু আপনি যে প্রচন্ড এক ঝাঁকুনি মেরে বদলাতে শুরু করেছেন, তা বলে দিতে পারি !

আপনার মতো প্রচুর মানুষ দরকার মাকসুদ আলম খোরশেদ !

সুপন রায়ের ফেসবুক থেকে সংগৃহীত ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from শুদ্ধস্বর ডটকম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading