পাখির মতো খাঁচায় বন্দী ভীত তটস্থ ছটফট অন্তরে,

সামনে-পেছনে ডানে-বামে উপরে-নিচে খেলছে করোনা বিশ্বজুড়ে।

বন্দীঘরে রইবো আর কতোদিন?
নিশ্বাস আসে আঁটকে!
ইচ্ছে হয় করোনাকে রাতে নিস্তব্ধ রাস্তায় হারিকেন নিয়ে তন্নতন্ন করে খুঁজে করতাম প্রশ্ন…….

কেনো এসেছিস সুন্দর পৃথিবীকে অসুস্থ করতে?

ক্ষুদ্র ভাইরাস করোনা তুই…
তোর কাছে গবেষকরা পরাভূত,
বিশ্বভ্রমণে বিস্তার করে নাচছিস খেয়ালখুশির মতো।

প্রাণবায়ু কাঁপন হবো কী শামিল মৃত্যুর মিছিলে,
মৃত্যু হলে দূরদূরান্ত থেকে আসবে না কেউ দেখতে।

গর্ভধারিনীকে পুত্রধনেরা রেখে আসে জঙ্গলে,
মারা গেলে ঘন্টার পর ঘন্টা লাশ পড়ে থাকে সিঁড়ির নিচে!

আপনজনেরা লাপাত্তা……!

মানবতা ফেরিওয়ালা করছে দাফন ও সৎকার!
স্যালুট জানাই মানবতা ফেরিওয়ালাদের!

মুহূর্তেই অদৃশ্য অদেখা করোনা ভাইরাস সংক্রমণের….. তীব্র গতিতে করছে আঘাত
মৃত্যুতে আমরা শোকাভিভূত!

কোটি টাকার কাছে করোনা হয়না নমনীয়….
ধনী গরীব আজ এক কাতারে দাঁড়ানো।

আকাশপথ,নৌপথ, রেলপথ, রাজপথ, এমনকি মেঠোপথ সবই বিনা নোটিশে বন্ধ!
খেয়ে না খেয়ে সকলের জীবন অতিষ্ঠ।

দুনিয়ায় পাপের বোঝা পাহাড়সম উচ্চতা,
মাফ করে দাও খোদা!
বিশ্ববাসীকে নিষ্ঠুরভাবে দিও না এমন মৃত্যু!
তোমার দেওয়া মহামারী গজব…..
প্রশমন করে উন্মোচন করো শান্তির দ্বার।

 

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from শুদ্ধস্বর ডটকম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading