সিরাজগঞ্জের রায়গঞ্জের ব্রম্মগাছা ইউনিয়নে দুস্থ ও হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত সরকারি ন্যায্যমূল্যের ১০ টাকা কেজির ৬৫ বস্তা চাল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় চাল কালোবাজারে বিক্রি ও পাচারের চেষ্টায় ডিলারের ছেলেসহ ৩ জনকে আটক করা হয়েছে।
আটকরা হলেন, রায়গঞ্জের ব্রম্মগাছা ইউনিয়নের ডিলার নুর ইসলামের ছেলে মোজাফ্ফর হোসেন এবং তার সহযোগী হাচিল গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে শফিকুল ইসলাম ও তার সহোদর শহিদুল ইসলাম।
রায়গঞ্জ থানা পুলিশের ওসি মো. শহিদুল ইসলাম জানান, উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্থানীয় লোকজন এবং দুস্থ ও হতদরিদ্রদের মৌখিক অভিযোগে চান্দাইকোনায় অভিযান চালিয়ে চালসহ ৩ জনকে আটক করা হয়।
রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শামীমুর রহমান জানান, মঙ্গলবার রাতে এ সম্পর্কিত স্থানীয় অভিযোগ পেয়ে গোপনে সোর্স লাগানো হয়। পরে বুধবার ভোরে চাল পাচারের গোপন সংবাদ পেয়ে পুলিশকে জানালে তারা ৬৫ বস্তা চালসহ ৩ জনকে আটক করে। সরকারি সম্পত্তি আত্মসাতের ঘটনায় তাৎক্ষনিকভাবে দুদক পাবনা আঞ্চলিক অফিসকে অবগত করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলেও ইউএনও বুধবার দুপুরে জানান।
More Stories
হেফাজতের নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি গ্রেপ্তার
ক্রিকেটার সাকিবের সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করলেন মিথিলা
পেটে গজ রেখে সেলাই, বাঁচানো গেল না শারমিনকে