লকডাউনে ইন্ডাস্ট্রির প্রায় ২৫ হাজার দিনমজুরের দায়িত্ব একাই নিজের কাঁধে তুলে নিয়েছেন বলিউডের ভাইজান। দিন আনি দিন খাই মানুষগুলির প্রত্যেককে আর্থিক সাহায্য করার কথা দিয়েছিলেন তিনি। প্রতিশ্রুতিমতো করলেনও তাই। ফিল্ম ইন্ডাস্ট্রির সেসমস্ত দিনমজুরদের ব্যাংক ডিটেলস চেয়ে পাঠিয়ে ইতিমধ্যেই প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা শুরু করেছেন সলমন খান।
সূত্রের খবর, ২৫ হাজারের মধ্যে ১৯ হাজার দিনমজুর ইতিমধ্যেই সলমনের পাঠানো টাকা পেয়েছেন। বাকিদের অ্যাকাউন্টেও খুব শিগগিরি পৌঁছে যাবে ভাইজানের অনুদান। শুধু তাই নয়, লকডাউনের সময়সীমা বাড়লেও সালমনের এই পরিষেবা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত আপ্ত সহায়ক জর্ডি প্যাটেল। ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ-এর (Federation Of Western India Cine Employees) সাধারণ সম্পাদক অশোক দুবে জানিয়েছেন, ইন্ডাস্ট্রির দিনমজুরদের প্রায় অনেকের কাছেই সলমনের অনুদান পৌঁছনো শুরু করেছে। অতি শীঘ্রই বাকিদের কাছেও পৌঁছে যাবে টাকা।
উল্লেখ্য, ২১ দিনের লকডাউনের জেরে অন্যান্য ক্ষেত্রের মতো বিনোদুনিয়াতেও যে বড়সড় আর্থিক ধ্বস নামতে চলেছে, তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না! সবচাইতে ক্ষতিগ্রস্থ হবেন জুনিয়র টেকনিশিয়ানরা। যারা কিনা সিনেমার সেটে দিনরাত খেটে পরিচালকের ভাবনাকে পর্দায় ফুটিয়ে তুলতে সাহায্য করেন। আর তাই সেসমস্ত স্পটবয়, সেটের দিনমজুরদের সমস্যার কথা চিন্তা করেই এগিয়ে এসেছেন সালমন খান (Salman Khan)। ‘রাধে’র প্রোডাকশনের সঙ্গে জড়িত দুস্থদেরও আর্থিক সাহায্য করেছেন। উপরন্তু তাঁর নিজের বাড়ির হেঁশেলের রান্না করা খাবার পৌঁছচ্ছে তাঁর আবাসনের সমস্ত নিরাপত্তারক্ষীদের কাছে। সুত্র, সংবাদ প্রতিদিন ।
More Stories
১৪ এপ্রিল থেকে সব ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত
সপ্তাহে তিনদিন আপিল বিভাগের বিচারকাজ চলবে
‘কঠোর লকডাউন’ বাস্তবায়নে আসছে সাধারণ ছুটি!