সিলিনা হায়াৎ আইভী। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র। হঠাৎ রবিবার বিকাল থেকে গুজব ছড়িয়েছে তিনি মারা গেছেন।
‘যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী মারা গেছেন’ বলে গুজব ছড়ানো হয়েছে। বিষয়টি শুনে বিব্রত এবং ক্ষুব্ধ হয়েছেন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।
রবিবার (০৫ এপ্রিল) সন্ধ্যায় মেয়ের নিজেই এই গুজবের অবসান ঘটন। এ সময় মেয়র আইভী বলেন, মৃত্যুর গুজবের বিষয়টি নিয়ে আমি বিব্রত। কারা এটি ছড়িয়েছে?। আমি তো নারায়ণগঞ্জে আমার বাড়িতেই আছি। আমি সম্পূর্ণ সুস্থ আছি।
তিনি বলেন, কে বা কারা আমার মৃত্যু নিয়ে গুজব ছড়িয়েছে আমি জানি না। তবে এইমাত্র আমি মাগরিবের নামাজ শেষ করলাম। নামাজ শেষ করে শুনলাম আমি নিউইয়র্কে মারা গেছি। আলহামদুল্লিাহ, আমি ভালো আছি , সুস্থ আছি। কেউ গুজবে কান দেবেন না।
এর আগে আজ দুপুরে করোনা পরিস্থিতি সামাল দিতে নারায়ণগঞ্জ সিটি এলাকা লকডাউন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ জানিয়েছেন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। এ বিষয়ে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট দফতরে অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন তিনি।
More Stories
রোজা ছিলেন ফুডপান্ডার রাইডার, চারতলায় যাননি বলে মারধর
অবস্থা দেখে মনে হচ্ছে আপনারা মরবেন না: বাবুনগরী
দুই দিনের রিমান্ডে ‘শিশুবক্তা’ রফিকুল