কক্সবাজারের টেকনাফ থেকে ফিরে ঢাকায় এক র্যাব সদস্যর করোনা পজিটিভ পাওয়া গেছে। ফলে তার সংস্পর্শে আসা টেকনাফের ৭টি বাড়ি ও ৮টি দোকান লকডাউন করেছে উপজেলা প্রশাসন। ওই র্যাব সদস্যর শ্বাশুড় বাড়ি টেকনাফে। কিছুদিন আগে তিনি এখান থেকে ঢাকায় ফিরলে তার শরীরে করোনা ধরা পড়ে। শুক্রবার (৩ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে টেকনাফের পুরাতন পল্লান পাড়ায় বাড়ি ও দোকানগুলো লকডাউন করা হয়।
বিষয়টি নিশ্চত করে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, ‘ঢাকায় করোনা শনাক্ত র্যাব সদস্যর শ্বাশুর বাড়ি টেকনাফে। কিছু দিন আগে তিনি এখান থেকে ফিরে করোনা আক্রান্ত হন। ফলে তার সংস্পর্শে আসা ১৫টি বাড়ি ও দোকান লকডাউন করা হয়েছে।’
জানা গেছে, ঢাকা থেকে র্যাব সদস্য টেকনাফ পৌরসভার পুরাতন পল্লান পাড়ায় শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন। এরপর তিনি গত ২৬ মার্চ টেকনাফ থেকে ঢাকায় চলে যান। ঢাকায় গিয়ে সর্দি, জ্বর ও কাশিতে আক্রান্ত হন। এরপর ৩ এপ্রিল ঢাকায় পরীক্ষা করা হলে করোনা পজেটিভ পাওয়া যায়। তাকে আইসোলেশনে নেওয়া হয়েছে। তারই সূত্র ধরে শুক্রবার রাতেই টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাইফুল ইসলাম, টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ, টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীলের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে পৌঁছে এসব বাড়ি ও দোকানগুলো লকডাউন ঘোষণা করা করেন।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীলে বলেন, ওই র্যাব সদস্যের সংস্পর্শে আসা লোকজনের নমুনা সংগ্রহ করে শনিবার পরীক্ষার জন্য কক্সবাজারে পাঠানো হবে।
More Stories
বিএনপি নেত্রী নিপুণ রায় আরও চারদিনের রিমান্ডে
ছাত্র অধিকার পরিষদের নেতা আখতারকে তুলে নেওয়ার অভিযোগ
প্রধানমন্ত্রীর এসব বক্তৃতা লেখে কারা?