ডাক্তারদের পদমর্যাদা দ্বিতীয় শ্রেনীর, তারা প্রফেসর হয়েও তৃতীয় গ্রেডের উপরে উঠতে পারবেন না। কারণ কেউ জানে না। অথচ একজন প্রফেসর কিন্তু ডবল ডিউটি করে, জানো? হাসপাতালে রুগী দেখা আবার ছাত্র পড়ানো? ২। উপজেলায় ডাক্তার মর্যাদাহীন একজন কর্মকর্তা। উপজেলা কমপ্লেক্সে অন্য কর্মকর্তাদের অফিসের চেহারা, নিরাপত্তা,প্রোমোশন, বাসস্থানের চেহারা আর অন্যান্য সুযোগ সুবিধার পার্থক্য বিদ্যমান .৩।হাসপাতালে কাজের পরিবেশ দেখ। যারা বিদেশে গেছেন দেখেছেন সেখানের অবস্থা। তার তুলনায় আমাদের অবস্থাটা তুলনা করেন। ৪।সরকারি বা প্রাইভেট হাসপাতালে ওয়েটিং রুমে কি পরিমাণে রুগী বসে থাকে তা দেখেছেন। তাদের একজনই যথেষ্ট সকলের মাঝে রোগটি ছড়িয়ে দিতে। মুলত এ জন্যই চেম্বার বন্ধ রাখা হয়েছে। ডাক্তাররা হলো সুপার স্প্রেডার। একজন ডাক্তার ভাইরাসে আক্রান্ত হলে হাজারো মানুষ ইনফেক্টেড হবে। ডাক্তার অসুস্থ হলে/মারা গেলে/ বা কোয়ারাইন্টাইনে গেলে দেশ ডাক্তার সংকটে পড়বে। ৫।ডাক্তার আর তার সহযোগীরাই তো এ সময়ে কাজ করছে। অন্য কাউকে বলে দেখেন তো সাহায্য করতে যাবে কি না। দেখেছ তো লাশ ফেলে পালাচ্ছে মানুষ, কবর দেয়ার সময় কেউ নাই। ৬। ডাক্তারদের বিরুদ্ধে অভিযোগ অনেক। তারা সময় মত অফিসে আসে না, কাজ করে না, রোগীদের সাথে ভাল ব্যবহার করে না, পরীক্ষা নিরিক্ষার নামে কমিশন খায়, ক্লিনিকে রোগী ভাগায়… ইত্যাদি। ৭। অন্য অফিসাররা সপ্তাহে দুইদিন ছুটি খাবে, রাস্তার উপর দোকান, চুলা, ফুটপাথ দখল, চাদাবাজি, সবই তো চলছে। কারও কি কোন দায় দায়িত্ব নাই। খাদ্যে ভেজাল, ফলে বিষ, মাছে বিষ, মুরগির খাদ্যে ট্যানারির বিষাক্ত বর্জ্য , ওজনে কারচুপি, প্রতি পদে পদে দুই নম্বরি চলছে। সকলে জানে, কিন্তু কেউ কিছু বলে না। বালিতে মাথা গুঁজে হাঁটে। চোখ বন্ধ করে চলে। দায় শুধু ডাক্তারের। ৮। আইনজীবীদের পরামর্শ ফি কত হওয়া উচিত তা নিয়ে কেউ কি প্রশ্ন তুলেছেন? সে সাহসই নাই। অথচ ডাক্তারের পরামর্শ ফি কত হবে তা নিয়ে কত কথা বাজারে চালু। একটা নীতিমালার আওতায় ডাক্তার, মুক্তার সবারি ভিজিট নির্ধারণ করুন, সব পরীক্ষার মূল্য নির্ধারন করে দিক সরকার, কেউ আপত্তি করবে না।ডাক্তার বাচলে দেশ বাচবে, ডাক্তার না থাকলে কেউই বাচবে না। আগে না বুঝলেও সমগ্র পৃথিবী বুঝতে পারছে আজ।

শফি আহমেদ ,সাবেক ছাত্রনেতা এবং রাজনৈতিক বিশ্লেষক ।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from শুদ্ধস্বর ডটকম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading