মারণ করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে জনসমাগম এড়াতে ১৭ দিনের ছুটি চলছে বাংলাদেশে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে আসছেন না। তবে এ পরিস্থিতিতে খারাপ অবস্থায় পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ।
গত ৩১ মার্চ যাত্রাবাড়ীর সুতিরখালপাড়ের এক ভদ্রমহিলা ফেসবুকে প্রধানমন্ত্রী বরাবর সাহায্যের আবেদন করে লেখেন, আমার স্বামী নেই, তিনটি ছোট ছোট সন্তান নিয়ে না খেয়ে আছি। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই দিন রাতে বিষয়টি যাত্রাবাড়ী থানার ওসির নজরে আসে।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম গণমাধ্যমকে জানান, বিষয়টি নজরে আসার পর আমি আজ সকালে ব্যক্তিগত উদ্যোগে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ১ কেজি ডাল, ১ লিটার তেল নিয়ে ওই বাসায় যাই। সেখানে গিয়ে দেখি ছোট্ট একটি রুমে তিন সন্তান নিয়ে থাকেন ওই ভদ্র মহিলা।
আলাপকালে ভদ্র মহিলা ওসিকে জানান, আমি কল্পনাও করিনি ওসি নিজেই আমার বাসায় চাল, ডাল নিয়ে আসবেন- তাও এত দ্রুত সময়ে। তিনি বলেন, ছোট ছেলেটি গর্ভে থাকতেই তাদের বাবা মারা যান। এরপর থেকে অনেক কষ্টে এই তিন ছেলেকে নিয়ে বসবাস করছি এখানে।
More Stories
রোজা ছিলেন ফুডপান্ডার রাইডার, চারতলায় যাননি বলে মারধর
অবস্থা দেখে মনে হচ্ছে আপনারা মরবেন না: বাবুনগরী
দুই দিনের রিমান্ডে ‘শিশুবক্তা’ রফিকুল