ICU থেকে করোনা ভাইরাসের আক্রান্ত ব্রিটিশ নারীর সতর্কবাণী

 লন্ডনে বসবাসকারী ৩৯ বছর বয়সী টারা জেন লেংস্টন (Tara Jane Langston) গত শুক্রবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাকে ICU তে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে। এমতাবস্থায় তিনি WhatsApp এ একটি ভিডিও বার্তায় নিকটজনদের সতর্ক করে বলেছেন যে এই ভাইরাসকে যেন অবহেলা না করা হয়, তাহলে অন্যদের ও তার মত পরিণতি ভোগ করতে হবে। এই মুহূর্তে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই মহামারী রোধ করার জন্য ব্রিটিশ নাগরিকদের প্রতি আবেদন জানিয়েছেন। পরে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর এই ভিডিও বার্তা ছড়িয়ে পরে। দুই সন্তানের জননী টারা জেন লেংস্টন, পেশায় ওয়েটার, এই মুহূর্তে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। icu 1 তবে গত কয়েকদিনের তুলনায় ১০ গুন ভালো আছেন বলে জানিয়েছেন তিনি। সন্তান এবং স্বামীর সাথে দেখা করতে না পারার কষ্টের কথা ও জানান তিনি। ভিডিওতে দেখা যায় তার হাতে দুইটি স্যালাইন দেওয়ার ক্যানুলা লাগানো এবং অক্সিজেন পাইপের মাধ্যমে শ্বাস নিচ্ছেন। কথা বলার সময় কাশি এবং শ্বাসকষ্ট হচ্ছিল। ডেইলি মেইল পত্রিকাকে লেংস্টন জানান, শ্বাস নিতে ফুসফুসের সাথে যুদ্ধ করতে হচ্ছে তাকে, মনে হচ্ছে ফুসফুসের ভিতর কাঁচ ঢুকে গেছে। এটা ভয়ংকর এবং বেচে থাকলে আর কোন দিন এমন কিছুর মুখোমুখি হতে চান না। লেংস্টনের বোন নিকোল পপি এই ভিডিও বার্তার বিষয়ে নিশ্চিত করেন। নিকোল জানান যে তার বোন এক সহকর্মীর সঙ্গে ওয়াট্সঅ্যাপে ভিডিও মেসেজটি শেয়ার করেন যা পরে ভাইরাল হয় অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে। লেংস্টনকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে আসার পূর্বে ৫ দিন বাসায় অসুস্থ অবস্থায় ছিলেন। সে সময়ে পরীক্ষা করে তার বুকে ইনফেকশন পাওয়া যায় এবং অ্যান্টিবায়োটিক খাওয়ানো হয়।
শুদ্ধস্বর/রাকিবুল ইসলাম প্যারিস থেকে ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.