ভারতের জাতীয় কুস্তি দলের প্রধান প্রশিক্ষক এবং ভারতের প্রথম আন্তর্জাতিক কুস্তি রেফারী সুধীর চন্দ্র শাহা- এর জন্ম শতবার্ষিকী পালন উপলক্ষে পশ্চিম বঙ্গের কুস্তি ফেডারেশন আয়োজন করে দুই দিনব্যাপী (২-৩ মে) “বাংলা-বাংলাদেশ কুস্তি প্রতিযোগিতা”।
পশ্চিম বঙ্গ কুস্তি ফেডারেশনের আমন্ত্রণে উক্ত প্রতিযোগিতায় অংশ নিয়ে ৩টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জসহ মোট ৫টি পদক অর্জন করে বাংলাদেশের কুস্তিগীররা।
কোলকাতার পঞ্চনন ব্যায়ামাগার সেন্টারে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বাংলাদেশের পক্ষে ৮৬ কেজিতে কামরুজ্জামান, ৭০ কেজিতে মেহেদী হাসান এবং আইরিন আক্তার নিপা ৫৯ কেজিতে স্বর্ণ পদক লাভ করেন।

৬২ কেজিতে রৌপ্য পান চিং শানু মারমা এবং ৬০ কেজিতে ব্রোঞ্জপদক পান জয়ন্ত রায়।
দলের সাথে কোচ হিসেবে ছিলেন মিজানুর রহমান এবং দলনেতা মেসবাহ উদ্দিন আজাদ।
উল্লেখ আমন্ত্রণমূলক এ প্রতিযোগিতায় মোট সাত সদস্যের বাংলাদেশ দল অংশ গ্রহন করে। এবং প্রত্যেক খেলোয়াড়ই পদক জয় করেন।
More Stories
৪১ জনের বহর নিয়ে চার্টার্ড ফ্লাইটে শ্রীলঙ্কায় যাবে বাংলাদেশ
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা আয়োজক হবে ভারত: গাঙ্গুলি
করোনার টিকার দ্বিতীয় ডোজ নিলেন তামিম-সৌম্যরা