Friday April16,2021

বিধ্বংসী রূপে ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্নিঝড় ফণী। আবহাওয়া অফিসের ধারণার পূর্বেই আজ সকাল ৮ টায় ওড়িশা উপকূলে আছড়ে পরে ঝড়টি। তবে ঘূর্ণিঝড়ের কেন্দ্রটি স্থলে পৌঁছায় সকাল সাড়ে ৮টায়। এ সময় ঝড়ের গতিবেগ ছিল ঘন্টায় ১৭৫ থেকে ১৮৫ কিলোমিটার। অভ্যন্তরে কখনো বেড়ে তা ১৯৫ কিলোমিটার প্রতি ঘন্টায় পৌঁছাচ্ছিল। পুরো ঝড়টি সমুদ্র থেকে স্থলে পৌঁছায় সকাল ১০টা নাগাদ। ভারতের আবহাওয়া অফিস জানিয়েছে দুপুর ১২টা পর্যন্ত ওড়িশায় তান্ডব চালাবে ফণী। তারপর পশ্চিমবঙ্গে পৌঁছে যাবে ঝড়টি।

শুদ্ধস্বর/এইচ বি