শ্রীলংকায় ভয়াবহ সিরিজ বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩২১ জনে দাঁড়িয়েছে।
কলম্বো পুলিশের মুখপাত্র রোয়ান গুনাসেকেরা মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানান।
তিনি জানান, গত রোববারের হামলায় আহত মানুষের মধ্যে বেশ কয়েকজন হাসপাতালে মারা গেছেন। খবর রয়টার্স।
রোয়ান বলেন, রোববারের ভয়াবহ সিরিজ বোমা হামলায় ৫০০ জন আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে এ পর্যন্ত ৪০ জনকে আটক করা হয়েছে।
শুদ্ধস্বর/ বি টি
More Stories
গুলিতে নিহতদের পরিবারের দায়িত্ব নিলেন মমতা
ওয়াশিংটন পোস্টে কিশোরকে নিয়ে বিজ্ঞাপন ‘সমালোচনা অপরাধ নয়’
করোনায় বিশ্বে ২৪ ঘণ্টায় ১১ হাজার মানুষের মৃত্যু