Sunday April18,2021

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন আছাদগঞ্জ শুটকি পল্লী এলাকায় সন্ত্রাসী ওয়াসিমকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করেছে পুলিশ। এসময় পুলিশের ৬ সদস্য আহত হয়েছেন। আহত অবস্থায় গ্রেফতার হওয়া সন্ত্রাসী ওয়াসিমের (৩৫) বিরুদ্ধে ১৪টি মামলা রয়েছে।

সোমবার ৫ টার দিকে আছাদগঞ্জ শুটকি পল্লীর কলাবাগিচা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (কোতোয়ালী জোন) নোবেল চাকমা।

তিনি বলেন, কয়েকটি মামলায় ওয়ারেন্টভুক্ত ও ওয়ান্টেড আসামি ওয়াসিমকে গ্রেফতার করতে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে ওয়াসিম। এতে ছয় পুলিশ সদস্য আহত হয়। এক পর্যায়ে পুলিশ সদস্যরা ওয়াসিমকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করে। আহত ওয়াসিম ও পুলিশ সদস্যরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শুদ্ধস্বর/এন.হাসান