Sunday April11,2021

এক বৃষ্টি ঝরা রাতে,

হাস্নাহেনা যখন তার ঘ্রাণ ছড়িয়েছিল মাটির সোদা গন্ধের সাথে-

আমার প্রচন্ড প্রেম পেয়েছিল তখন,

আর তোমার সাথে হয়েছিল আলাপন।

সে আলাপে বলেছিলে ভালবাসো আমায় বৃষ্টির মতোন,

এখনো বৃষ্টি হয়,হাস্নাহেনার গন্ধে মাখামাখি হয় উঠোন-

স্মৃতিরা ভীড় করে অগণন,

শুধু তোমার সাথেই হয়না আলাপন।

এক তপ্ত দুপুরে নিভৃত যাপনে,

আবার প্রেম এসেছিল সঙ্গোপনে-

শরীরে শরীর মিলিয়ে বলেছিলে,

অফুরন্ত প্রেমের ঘ্রাণ দিলে।

তোমার শরীরে এখন পরপুরুষের ঘ্রাণ,

অন্য প্রাণে তুমি মিলিয়েছ প্রাণ।

বুকের ভেতর আজ বৈশাখের তপ্ত রোদ্দুরের ঢেউ,

দখিনা সমিরণ হয়ে হৃদয় জুড়াতে আর আসেনি কেউ।

57575297_2263028027303744_9019949603893542912_n