আজ দুপুর ৩টার মধ্যে যতটুকু পারেন রাসেলকে ক্ষতিপূরণ দেন। কিছু টাকা হলেও ক্ষতিপূরণে বুঝিয়ে দেন। এরপর আবার আদালতে আসেন, দুপুরে এ নিয়ে আমরা আমাদের মত আদেশ দেব। আজ বুধবার গ্রিন লাইনের মালিক মো. আলাউদ্দিনকে আদালতে এই মৌখিক আদেশ দিয়েছেন বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ।
এর আগে বেলা ১১ টায় হাইকোর্টে হাজির হন পরিবহনটির মালিক মো.আলাউদ্দিন। এ সময় গ্রিন লাইন পরিবহনের পক্ষের আইনজীবী মো. অজিউল্লাহ বলেন, মো. আলাউদ্দিন বয়স্ক ও অসুস্থ। তার পক্ষে বারবার আদালতে আসা সম্ভব না। রাসেলের ক্ষতিপূরণের টাকা দিতে আরও এক মাসের সময় চান তিনি।
আদালত বলেন, এটা তো কোন দুর্ঘটনা না। ছেলেটাও একটা চালক।
তার একটা পা চলে গেলে। আপনারা একবারও তার খবর নিলেন না। মানবিক একটা দিক বলেও কিছু আছে। ছেলেটা হাসপাতালে চিকিৎসা নিল। একটা পা কাটা পড়েছে আরেকটা পা চলে যাওয়ার পথে। আপনারা কোনো খোঁজখবর নেননি। আপনারা আপনাদের কাজ করেন, এরপর আমরা আমাদের সিদ্ধান্ত নেব। আমরা আমাদের মতো আদেশ দেবো।
আজও শুনানির সময় স্ত্রী-সন্তানসহ আদালতে হাজির ছিলেন রাসেল সরকার।
শুদ্ধস্বর/এন.এইচ
More Stories
রোজা ছিলেন ফুডপান্ডার রাইডার, চারতলায় যাননি বলে মারধর
অবস্থা দেখে মনে হচ্ছে আপনারা মরবেন না: বাবুনগরী
দুই দিনের রিমান্ডে ‘শিশুবক্তা’ রফিকুল