Sunday April11,2021

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে কর্মসূচি দেবে ২০ দলীয় জোট বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সোমবার রাতে ২০ দলের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা জানান। তিনি বলেন, ২০ দলীয় জোটের মধ্যে কোন জটিলতা নেই। আমরা ঐক্যবদ্ধা আছি। আজকের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে দল এবং জোটগতভাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে কর্মসূচি দেয়া হবে।

প্রায় দুই মাস পর সোমবার রাত পৌনে ৯ টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক শুরু করে ২০ দলীয় জোট। শেষ হয় রাত ১০ টায়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটি তাদের দ্বিতীয় বৈঠক।