Sunday April11,2021

মোক্কাবির খান শপথ নিলেন , সুলতান মনসুরের মতো বহিস্কার হতে পারেন গণফোরাম থেকে

সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসন থেকে নির্বাচিত গণফোরামের মোকাব্বির খান। আজ দুপুরে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে শপথবাক্য পাঠ করান।

এর আগে, সোমবার সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে গণফোরাম থেকে সংসদ সদস্য নির্বাচিত মোকাব্বির খানের শপথ মঙ্গলবার অনুষ্ঠিত হবে। এদিকে গণফোরাম থেকে বলা হয়েছে দলীয় প্যাড চুরি করে মোকাব্বির স্পীকারকে চিঠি দিয়েছেন । গণফোরামের একজন নেতা শুদ্ধস্বর ডটকমকে বলেন দলীয়  ফোরামে আলোচনা করে  মোকাব্বিরের বিষয়ে সধান্ত নেয়া হবে ।সুলতান মনসুরের মতো তিনিও বহিস্কার হতে পারেন ।