Wednesday April14,2021

শুদ্ধস্বর রিপোর্ট । স্বাধীনতা দিবস উপলক্ষে নাগরিক ঐক্য ময়মনসিংহ শাখা সেখানকার স্মৃতি সৌধে শ্রদ্ধা নিবেদন করেছে ।  নাগরিক ঐক্যের ময়মনসিংহের আহ্বায়ক এবং কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট  নজরুল ইসলামের নেতৃত্বে  এই সময় উপস্থিত ছিলেন সদস্য সচিব ফরিদুল ইসলাম  ফিরজ, জেলা যুব ঐক্যের আহ্বায়ক শরাফ উদ্দিন, সদস্য সচিব আব্দুল কাদির , মহানগর যুব ঐক্যের আহ্বায়ক নাজমুল হক সহ ময়মনসিংহের নাগরিক ঐক্যের নেতা কর্মীরা । এসময় এডভোকেট নজরুল ইসলাম বলেন মুক্তিযুদ্ধের চেতনার অন্যতম স্তম্ভ গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমেই স্বাধীনতার লক্ষ্য অর্জিত হতে পারে ।তিনি সবাইকে গণতন্ত্রের সংগ্রামে অংশগ্রহণের আহব্বান জানান ।