Tuesday April20,2021

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে একটি কেন্দ্রে সাড়ে ৫ ঘণ্টায় ১০ ভোট পড়েছে। এ সময় কেন্দ্রে নিয়োজিত কর্মকর্তারা খোশগল্পে মসগুল এবং আনসার সদস্যদের ফোনে ব্যস্ত থাকতে দেখা গেছে।

রোববার দুপুরে এমন চিত্র দেখা গেছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা এমএস মাধ্যমিক বিদ্যালয়ের মহিলা ভোটকেন্দ্রে।

রোববার বেলা দেড়টার সময় কেন্দ্রে গিয়ে দেখা যায়, কর্মকর্তারা গল্পে মসগুল।

এ ছাড়া নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যরা ফোনে ব্যস্ত সময় পার করছেন।